ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

‘ফাইনাল খেলা খেলতে প্রস্তুত বিএনপি’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:২৮

‘ফাইনাল খেলা খেলতে প্রস্তুত বিএনপি’

ফাইনাল খেলা ‘আন্দোলন’ খেলতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী স্বাধীনতা প্রজন্ম দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদ’ শীর্ষক এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘সামনে ফাইনাল খেলা। আমরা তৈরি। আমাদের টিম তৈরি। আমাদের নেত্রী খালেদা জিয়া জেল থেকে নেতৃত্ব দিবেন। যেভাবে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন করতে চায়। তবে দেশে নির্বাচনের পরিবেশ নেই। পরিবেশ ফিরে আসলেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।’

বিএনপির নিবন্ধন থাকা উচিত নয়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, ‘নির্বোধ আর কাকে বলবেন? বুদ্ধি জ্ঞান সব হারা হয়ে গেছেন তিনি। বিএনপি একমাত্র দল যে দল বারবার ক্ষমতায় এসেছে নির্বাচনের মধ্য দিয়ে। যে দল কখনোই সামরিক অভ্যুত্থানকে সমর্থন করেন না। আমরা আওয়ামী লীগের কাছে কোনো অনুদান চাচ্ছি না। আমরা একটি ভালো নির্বাচন চাচ্ছি। ভালো নির্বাচন করার দায় হচ্ছে সরকারের, বিরোধী দলের নয়।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর প্রধানমন্ত্রী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এতে মনে হয়েছে তিনি আর বেশিদিন ক্ষমতায় নাই। তাকে বিদায় নিতে হচ্ছে। তবে আমরা তাদের বিদায় করতে চাই না। তাদেরকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে চাই।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. বশির আহমেদ শিকদার সভাপ‌তি‌ত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

কেএস/ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত