ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

অলঘোই খরখোই, মহাবিপদ!

  অমিয়া হাশেম

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৩:৩৯

অলঘোই খরখোই, মহাবিপদ!

ভ্রমন প্রিয় মানুষের কাছে মরুভূমি খুবই আকর্ষণীয় ব্যাপার। অজানা ভূবন জানার আকাঙ্খায় অনেকেই ছুটে বেড়ান মরুভূমির ধূ ধূ বালুর সাগরে। এখানে বালুর ভয়ংকর ঝড় ওঠে অহরহ। আছে পানির তীব্র সংকট। এছাড়া ছড়িয়ে আছে অজানা অনেক আতংক। এ বিরুপ বালুর সাগরেই আছে জীববৈচিত্র্য। মরুভূমিতে বেশ কিছু ওর্ম রয়েছে, যা সারা বিশ্বে বিরল। পৃথিবীর অন্যতম আলোচিত ওর্ম রয়েছে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে। এর নাম অলঘোই খরখোই।

গোবি মরুভুমির রুক্ষ পরিবেশে বিচরণ করে এ রহস্যময় ভয়াবহ প্রাণী। দেশজুড়ে এক আতঙ্কের নাম অলঘোই খরখোই। অনেকে বলেন, এটি দেখতে রক্তের মতো লাল ও সাপের মতো লম্বা, দৈর্ঘ্যে প্রায় দুই থেকে চার ফুট। অনেকটা গরুর ভুঁড়ি বা অন্ত্রের মতো। অলঘোই খরখোই নামটির মূল অর্থ হচ্ছে পেটের অন্ত্রের কৃমি। মঙ্গোলিয়ানরা প্রাণীটিকে এতটাই ভয় পায় যে, অনেকে মনে করেন এর নাম নিলেও মহাবিপদ। এর ভয়াবহভাবে মানুষ ও প্রাণী হত্যা করার ক্ষমতা রীতিমতো কিংবদন্তিতুল্য। অলঘোই খরখোই আকৃষ্ট হয় হলুদ রঙের প্রতি। এরা বিষাক্ত হলেও বিষ ছিটিয়ে দেয় না। প্রানিটি অস্ট্রেলিয়া ও নিউ গিনিতেও দেখা যায়।

সূত্র: ইন্টারনেট

  • সর্বশেষ
  • পঠিত