ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ইরাককে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১০:২১  
আপডেট :
 ১২ অক্টোবর ২০১৮, ১০:৩০

ইরাককে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বড় জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা। ব্রাজিল ম্যাচের আগে ইরাককে উড়িয়ে দিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচটিতে এশিয়ার দেশ ইরাককে চার গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে বার্তা দিয়ে রাখল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার চার গোলের মধ্যে দুটি করেন রবের্তো পেরেইরা। বাকি একটি করে গোল পান হের্মান পেস্সেইয়া ও ফ্রাঙ্কো সেরভি। এর আগে গেল মাসে নিজেদের শেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা।

গতকাল রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ সামলে প্রতিপক্ষকে চেপে ধরে আর্জেন্টিনা।

ম্যাচের ১৮ তম মিনিটেই মার্তিনেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মার্কোস আকুনার ক্রসে হেড দিয়ে বল ঠিকানায় পাঠান এই তারকা। ১-০ স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোল পেতে অবশ্য বেগ পেতে হয়নি ল্যাটিন আমেরিকার দেশটির। ৫৩তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন রবের্তো পেরেইরা। ৮২তম মিনিটে কর্নার থেকে এদুয়ার্দো সালভিওর হেডে বল পেয়ে যান পেস্সেইয়া। ফিওরেন্তিনার এই ডিফেন্ডারের হেড জড়ায় জালে।

আর যোগ করা সময়ে ইরাকের জালে শেষ পেরেকটি মারেন সেরভি। যার জন্য ৪-০ স্কোর লাইনের বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের ভাগ্য কী হবে সেটা সময়ই বলে দিবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত