ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

১৮ বছর টেস্ট খেলেও তলানিতে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১৭:৩২

১৮ বছর টেস্ট খেলেও তলানিতে বাংলাদেশ

২০০০ সালের ১০ নভেম্বর। প্রথম টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল বাংলাদেশ। তাও আবার ভারতের বিরুদ্ধে। তখন বাংলাদেশ সফরে এসেছিল সৌরভ গাঙ্গুলীর ভারতীয় দল। একমাত্র টেস্ট ম্যাচে ভারতের কাছে নয় উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। সে আঠারো বছর আগের কথা। এই আঠারো বছরে টেস্ট ক্রিকেটে অনেক নতুন নতুন অধ্যায় লেখা হয়েছে। তবে আঠারো বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের উত্থানের গল্পটা বেশ ম্যাড়ম্যাড়ে। ২০০০ থেকে ২০১৮ পর্যন্ত সময়পর্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আহামরি পারফরম্যান্স করতে পারেনি। বরং টেস্ট ক্রিকেটে টাইগারদের সাফল্যের গ্রাফ বেশ রঙচটা।

আজ থেকে ১৮ বছর আগে এই দিনেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। তাই ১০ নভেম্বর দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশাল।

টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে প্রথম ১৮ বছরে কার কেমন পারফরম্যান্স, তা নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। সেই তালিকায় পারফরম্যান্সের নিরিখে সবার পিছনে রয়েছে বাংলাদেশ। সবার উপরে ইংল্যান্ড। ভারত রয়েছে ছয় নম্বরে। অস্ট্রেলিয়া ৪৩টি ম্যাচ খেলেছে। জিতেছে ১৪টি। হেরেছে ২৩টি। ড্র ৬টি ম্যাচে। সাফল্যের হার ৩৯.৫%। ইংল্যান্ড ৪৬টি ম্যাচের মধ্যে জিতেছে ২৬টি। হার ১৪টিতে। ড্র ছটি ম্যাচ। সাফল্যের হার ৬৩ শতাংশ। ভারত প্রথম ১৮ বছরে খেলেছে ২০টি টেস্ট। জেতেনি একটাও। হার ১১টি ম্যাচে। ড্র ৯টি। সাফল্যের হার ২২.৫ শতাংশ। পাকিস্তান ৫৯টি টেস্ট খেলে জিতেছে ১০টি। ১৭টি হেরেছে ও ৩২টি ড্র করেছে। সাফল্যের হার ৪৪.১। শ্রীলঙ্কা ৯৬টি ম্যাচ খেলে ১৬টি জিতেছে মাত্র। ৩৮টি হেরেছে। ড্র ৪২টি ম্যাচ। সাফল্যের হার ৩৮.৫ শতাংশ। সাফল্যের হারে বাংলাদেশ সবার পিছনে। ১০৯টি ম্যাচ খেলেছে তারা। জয় ১০টি ম্যাচে। হার ৮৩। ড্র ১৬। সাফল্যের হার ১৬.৫ শতাংশ।

২০১০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামে বাংলাদেশ। সেই ম্যাচে ভারত ৯ উইকেটে জয়ী হয়েছে। ম্যাচ সেরা হয়েছেন সুনিল যোশি।

২০০৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতে জিম্বাবুয়ের বিপক্ষে, চট্টগ্রামের এএ আজিজ স্টেডিয়ামে। সেই ম্যাচে ম্যাচসেরা হন এনামুল জুনিয়র। পরের টেস্ট ড্র হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজও জয় করে নেয়।

২০০৯ সালের জুলাইতে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতে টাইগাররা। ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় তারা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট ক্রিকেটে টাইগারদের এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ স্কোর ৬৩৮ রান। ২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই স্কোর গড়ে বাংলাদেশ। এই ইনিংসে ১৯৬ ওভার ব্যাট করে টাইগাররা। টেস্ট ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় লজ্জার রেকর্ডটি হয় এ বছরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত জুলাইতে মাত্র ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৮ বছরের টেস্ট ইতিহাসে এটাই নিজেদের সর্বনিম্ন দলীয় স্কোর।

এখন পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রান ওপেনার তামিম ইকবালের। ৫৬ ম্যাচে ৮ সেঞ্চুরি ও ২৫ হাফ সেঞ্চুরিতে ৪০৪৯ রান তাঁর। সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের ৫৩ ম্যাচে ১৯৬ উইকেট তাঁর।

টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি আসে বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে কিউইদের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেন তিনি। টেস্টে টাইগারদের রয়েছে আরও দুটি ডাবল হান্ড্রেড। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ২০৬ ও ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের ২০০ রানের ইনিংস।

  • সর্বশেষ
  • পঠিত