ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নড়াইলে উন্মুক্ত পদ্ধতিতে ভাতা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:০৩

নড়াইলে উন্মুক্ত পদ্ধতিতে ভাতা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

নড়াইলে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাছাই কার্যক্রম- ২০১৯-২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের মোঃ পলাশ মোল্যার সভাপতিত্বে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম সরকার, নড়াইল-২ আসনের এমপির প্রতিনিধি বিপ্লব কুমার কুন্ডু,আশিকুর রহমান চুন্নু, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান, বিধান চন্দ্র রায়, ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ভাতাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন ।

এবারের বয়স্ক ভাতার সর্বনিম্ন বয়সসীমা মহিলাদের ৬২ বছর ও পুরুষদের ৬৫ বছর নির্ধারন করা হয়েছে। দিনব্যাপী এ বাছাই কার্যক্রমে আউড়িয়া ইউনিয়নের ৮ শতাধিক মানুষ বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতার জন্য নতুন করে আবেদন করেছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত