ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

সিলেটে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১২

সিলেটে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। হাইকোর্টের আদেশে এই পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের গতকালের আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আগেই শ্রমিকদের উচ্ছেদ করায় এই টিলা এখন জনমানবহীন। তবে শ্রমিকরা চলে যাওয়ার পর তাদের বসবাসের কিছু তাঁবু এখনও এখানে রয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা আজ ৩০ থেকে ৩৫টি তাঁবু উচ্ছেদ করেছি। একই সঙ্গে এখন থেকে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন বন্ধের ঘোষণা মঙ্গলবার দুপুর থেকে মাইকিং করে সবাইকে জানিয়ে দিচ্ছি। এখন এই টিলা থেকে পাথর উত্তোলন করলে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি জানান, বশির এন্ড কোং এর পক্ষে মো. আলীর করা রিট এর পূর্ববর্তী আদেশ গতকাল সোমবার মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করায় এই টিলায় যেকোনো পন্থায় পাথর উত্তোলন নিষিদ্ধ হয়ে গেছে।

মঙ্গলবারের অভিযানে উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন পুলিশ ও বিজিবির সদস্যরা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত