ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বাংলাভাষীদের জন্য চালু হলো সামাজিক যোগাযোগমাধ্যম ‘কথা’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০

বাংলাভাষীদের জন্য চালু হলো সামাজিক যোগাযোগমাধ্যম ‘কথা’

দেশে ফেসবুকের মতো চালু হলো নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘কথা’। শনিবার থেকে বাংলাভাষীদের জন্য ‘কথা’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম ও জীবনধারাবিষয়ক অ্যাপের যাত্রা শুরু হয়েছে। বুধবার এ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধান প্রযুক্তি কর্মকর্তা আতাউল মুকিত বলেন, কথা ব্যবহারকারীরা তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, অডিও কল, দলীয় চ্যাট সুবিধা পাবেন। এতে একটি ফিড বা টাইমলাইন আছে। যেখানে ব্যবহারকারীরা তাঁদের অনুভূতি জানাতে পারবেন, মন্তব্য ও শেয়ার করার সুবিধাও রয়েছে। এ ছাড়া সমসাময়িক সংগীত, সিনেমা হল, নাটক, লাইভ ক্রিকেট স্কোর এবং নানা আয়োজনের তথ্য পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হয় ২০০৪ সালে। ওই বছর বন্ধুদের নিয়ে মার্ক জাকারবার্গ ফেইসবুক শুরু করেন। ফেইসবুকের এক বছর আগে অবশ্য ‘মাইস্পেস’ নামে আরেকটি মাধ্যম চালু হয়। তবে সেটি জনপ্রিয় হয়নি। বাংলাদেশের কথা তাই ব্যবহারকারীদের কতটা মন কাড়তে পারবে সেটি দেখার বিষয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত