ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খান মডার্ণ মেডিকেলের দু’দিনব্যাপী ব্রেস্ট সার্জারি ওয়ার্কশপ সমাপ্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২০, ২২:০৮

আনোয়ার খান মডার্ণ মেডিকেলের দু’দিনব্যাপী ব্রেস্ট সার্জারি ওয়ার্কশপ সমাপ্ত

সমাপ্ত হলো আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেস্ট কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি’ বিষয়ক ওয়ার্কশপ ও লাইভ সার্জারি।

সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশী-বিদেশী নামী বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনায় অংশ নেন।

প্রথম দিন (সোমবার) অপারেশন থিয়েটার থেকে কয়েকজন রোগীর উন্নতি পদ্ধতিতে স্তন সার্জারি সরাসরি সম্প্রচার করা হয়। সার্জারিতে অংশ নেন, ইংল্যান্ডের উইকম্ভ হাসপাতালের কনসালটেন্ট ব্রেস্ট এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. এস. কে ফরিদ আহমেদ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড এন্ডোক্রাইন বিভাগের প্রধান প্রফেসর ইসমাইল জেটুই, অস্ট্রেলিয়ার ক্রাউন প্রিন্স মেরি ক্যান্সার সেন্টারের রেডিয়েশন অনকোলজি নেটওয়ার্ক এর সিনিয়র স্টাফ স্পেশালিষ্ট ডা. নাজমুন নাহার এবং ইংল্যান্ডের হুইপস ক্রস ইউনিভার্সিটি হসপিটালের অনকোপ্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড জেনারেল সার্জন কনসালটেন্ট ডা. মো. জাকের উল্লাহ।

সার্জারি শেষ হওয়ার পর বাংলাদেশে উন্নতমানের সার্জারির সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

দ্বিতীয় দিনের (মঙ্গলবার) সেশনে চলে দিনব্যাপী আলোচনা সভা। প্রথম সেশনে লন্ডনের হুইপস ক্রস ইউনিভার্সিটি হাসপাতালের সার্জন ডা. জাকের উল্লাহ ‘অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি’, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এহতেশামুল হক ‘ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট’, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. আলী নাফিসা ‘ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট ইন প্রেগনেন্সি’, আনোয়ার খান মডার্ণ ব্রেস্ট ইউনিট এন্ড রিসার্চ সেন্টারের ভিজিটিং কনসাল্টেন্ট এবং এডভাইজার ডা. এসকে ফরিদ আহম্মেদ ‘মিথস এন্ড ফ্যাক্ট ইন ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট’ বিষয়ে আলোচনা করেন।

দ্বিতীয় সেশনে ন্যাশনাল ইনিস্টিটিউট অব ইএনটি’র রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. এএফএম কামাল উদ্দিন ‘নিওএডজুভেন্ট কেমোথেরাপি হোয়েন টু ইনিশিয়েটিভ, হোয়েন টু এভয়েড’, ন্যাশনাল ইনিস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের হিস্টোপ্যাথলজির অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ‘রোল অব হিস্টোপ্যাথলজি ইন ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট’, আনোয়ার খান মডার্ণ ব্রেস্ট ইউনিট এন্ড রিসার্চ সেন্টারের ভিজিটিং কনসাল্টেন্ট এবং এডভাইজার ডা. এসকে ফরিদ আহম্মেদ ‘নন-পালপাবেল ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট’, আনোয়ার খান মডার্ণ হাসপাতালের কনসালটেন্ট অব স্নোলজিস্ট ডা. হুমায়ারা ইসলাম খান ‘রোল অব ইন্টারভেনরশনাল রেডিওলোজী ইন ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট’ বিষয়ে আলোচনা করেন।

তৃতীয় সেশনে আগে দেয়া হয় ‘টি-ব্রেক’। এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড এন্ডোক্রাইন বিভাগের প্রধান প্রফেসর ইসমাইল জেটুই ‘ম্যানেজমেন্ট অব পালপাবেল ব্রেস্ট ক্যান্সার’, স্কয়ার হাসপাতালের রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসাল্টেন্ট অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসাইন ‘এডজুভেন রেডিওগ্রাফি ইন ব্রেস্ট ক্যান্সার’, লন্ডনের হুইপস ক্রস ইউনিভার্সিটি হাসপাতালের সার্জন ডা. জাকের উল্লাহ ‘ম্যানেজমেন্ট অব এক্সিলা’ বিষয়ে আলোচনা করেন।

চতুর্থ সেশনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড এন্ডোক্রাইন বিভাগের প্রধান প্রফেসর ইসমাইল জেটুই ‘জেনেটিক্স এন্ড আইটিএস ইনফ্লুয়েন্স ইন ম্যানেজমেন্ট অব ব্রেস্ট ক্যান্সার’, আনোয়ার খান মডার্ণ ব্রেস্ট ইউনিট এন্ড রিসার্চ সেন্টারের ভিজিটিং কনসাল্টেন্ট এবং এডভাইজার ডা. এসকে ফরিদ আহম্মেদ ‘স্কিন স্পেয়ারিং মাস্টেকটোমি ইনভলবিং টেকনিক ইন অককোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি’ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ব্রেস্ট সার্জন ডা. হেলিসিয়া ট্যান ‘এন্ডোস্কপি ব্রেস্ট সার্জারি’ বিষয়ে আলোচনা করেন।

পঞ্চম সেশনে ন্যাশনাল ইনিস্টিটিউট অব ইএনটি’র রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. এএফএম কামাল উদ্দিন ‘এক্সিলা রেডিও থেরাপি এন্ড ব্রেস্ট ক্যান্সার-ফর হুম? হোয়াই? হাউ?’, দিল্লীর ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্স’র সার্জিক্যাল ডিসিপ্লিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনুরাগ শ্রিভাসথাবা ‘অনকো প্লাস্টিক ব্রেস্ট সার্জারি ইন এডভান্সড ব্রেস্ট ক্যান্সার’, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. আলী নাফিসা ‘ব্রেস্ট ইউনিট আউট কাম ডাটা’ বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ সেশনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. মোস্তফা আজিজ সুমন ‘হরমোন থেরাপি ইন ব্রেস্ট ক্যান্সার’, এনআইসিআরএইচ’র রেডিয়েশন অনকোলজি ডা. শাহিদা আলম ‘ম্যানেজমেন্ট অব আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার আওয়ার কারেন্ট প্রাকটিস’ মস্কোর ইউরেশিয়ান অনকোলজি প্রোগ্রামের ডিরেক্টর ডা. সোমাসুব্রামানিয়ান ‘মেডিকেল এডুকেশন রিসার্চ নেট ওয়ার্কিং’ বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত