ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ছুটিতে সরকারি যেসব অফিস খোলা রাখতে জরুরি নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২০, ১৫:৩২  
আপডেট :
 ০৫ মে ২০২০, ১৫:৩৫

ছুটিতে শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা

করোনার সংক্রমণ রোধে আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান ছুটির মেয়াদ। তবে এই ছুটি চলাকালিন শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণসংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, করোনার সংক্রমন রোধে সরকার গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। পরবর্তীতে আরও চার দফা ছুটির মেয়াদ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

সর্বশেষ ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করলেও সরকার পোশাক কারখানাসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এই পরিপ্রেক্ষিতে সরকারের বেশকিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখা সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, গাজীপুর এবং চট্টগ্রামে বেশ কিছু সংখ্যক পোশাক কারখানাসহ অন্যান্য কারখানা খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত