ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ইয়াবাসহ গ্রেপ্তারের সংবাদ প্রকাশ: সাংবাদিককে মারধর করলো কারারক্ষী

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২০, ১৯:২১

ইয়াবাসহ গ্রেপ্তারের সংবাদ প্রকাশ: সাংবাদিককে মারধর করলো কারারক্ষী

লালমনিরহাটে দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম রতনকে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে কারারক্ষীর বিরুদ্ধে।

জেলা কারাগারের কারারক্ষী জাহাঙ্গীরসহ দুই কারারক্ষী ইয়াবাসহ গ্রেপ্তারের সংবাদ প্রকাশের জেরে তাকে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে এমন দাবি সাংবাদিক শরিফুল ইসলাম রতনের।

রোববার বিকেলে ওই সাংবাদিক পেশাগত কাজে কারাগারের সুপারের সাথে দেখা করতে গেলে কারাগারের মূল ফটকে কারারক্ষী জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন কারারক্ষী তাকে লাঞ্ছিত করে এবং এক পর্যায়ে অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক শরিফুল ইসলাম রতন গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিচিতজনরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র নেতৃবৃন্দসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা অবিলম্বে কারারক্ষী জাহাঙ্গীসহ দায়ী কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিএমএসএফ’র লালমনিরহাট জেলা সভাপতি খোরশেদ আলম সাগর বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম রতনের ওপর হামলাকারী কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে আমরা আন্দোলনের ডাক দিবো।

লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত