ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ক্রেতা-বিক্রেতাদের ৫০ হাজার টাকা জরিমানা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২০, ১৬:৩৬

ক্রেতা-বিক্রেতাদের ৫০ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশাল নগরীর ৬টি প্রতিষ্ঠান এবং ১৪ ক্রেতাকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে দুপুর পরযন্ত ‍এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এবং আতাউর রাব্বী।

অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় ১৪ ক্রেতাকে ৫০০ টাকা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানা এবং গির্জামহল্লা এলাকায় শাটার বন্ধ অবস্থায় ভেতরে ২৫-৩০ জন ক্রেতা সমাগম করায় বৈশাখি কাপড়ের দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং দোকানটি সিলগালা করা হয়।

অপরদিকে নগরীর গির্জামহল্লা, চকবাজার, পুলিশ লাইন ও ফলপট্টি এলাকায় ৫টি দোকানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযান চলাকালে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে র‍্যাব-৮ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত