ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৬ জনের করোনা

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২০, ০৮:২৮

নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৬ জনের করোনা

নেত্রকোনায় সোনালী ব্যাংকের কর্মকর্তা ও এক স্বাস্থ্যকর্মীর ৬ বছরের শিশুসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার জমাকৃত ৮৬টি নমুনা পরীক্ষা করা হলে ওই ৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তেন সংখ্যা হলো ২২১ জন।

নতুন শনাক্তরা হলেন- জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া এলাকার একজন, আটপাড়া উপজেলার সোনালী ব্যাংকের কর্মকর্তা একজন, সদর উপজেলার মনাং এলাকার একজন, নরেন্দ্র নগর মদনপুর এলাকার একজন, জয়নগর এলাকার একজন এবং মদন উপজেলার এক স্বাস্থ্যকর্মীর ৬ বছর বয়সী ছেলে শিশু একজন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, শুক্রবার পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ৩৫১২টি। এর মধ্যে ৩৪০১টির রির্পোট পাওয়া গেছে। জেলায় মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ২২১ জন। সুস্থ হয়েছেন ৭৪ জন এবং মারা গেছেন ২ জন।

  • সর্বশেষ
  • পঠিত