ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ভিয়েতনামে মানবপাচারের ঘটনায় গ্রেপ্তার ৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১২:৪৩

ভিয়েতনামে মানবপাচারের ঘটনায় গ্রেপ্তার ৩
ফাইল ছবি

ভিয়েতনামে মানবপাচারের অভিযোগে পাচার চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দিনগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করেছে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, ভিয়েতনামে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন এবং ভিয়েতনাম ফেরত ১১ জন বাংলাদেশিকে অবৈধভাবে দেশটিতে পাঠিয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত