ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ১০:২১

নড়াইলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নড়াইলের লোহাগড়ার কুটি মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি করোনার উপসর্গ নিয়ে মারাত্মক অসুস্থ হয়ে সোমবার দুপুরে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৩ জন, লোহাগড়া উপজেলায় ১৮ জন এবং কালিয়া উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত নড়াইল জেলায় ২১ পুলিশ সদস্য ও ১০ জন চিকিৎসকসহ সর্বমোট ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ১৮৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮ জন মারা গেছেন।

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ১৫জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত