ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঈদের দিনে কারাগারে যা খেয়েছেন সাবরিনা-পাপিয়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১০:১৮

ঈদের দিনে কারাগারে যা খেয়েছেন সাবরিনা-পাপিয়া

ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। এদিকে নানা অপকর্মের অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনার জীবনের প্রথম ঈদ কাটছে কারাগারে।

কারা কর্মকর্তারা জানান, কারাবন্দীদের জন্য ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি, দুপুরে সাদা ভাত, ডিম ও আলুর দম ও রাতে পোলাও, মাংস, ডিম, মিস্টি, দই, সালাদ, কোল্ড ড্রিংকস ও পান সুপারিসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

কারাগারে নিজেদের জীবনের প্রথম ঈদ এসব খাবার খেয়েই কাটিয়েছেন ডা. সাবরিনা ও যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া।

কাশিমপুর মহিলা কারাগারের জেলার মো. আনোয়ার হোসেন বলেন, পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বিশেষ সেলে এবং সাবরিনাকে আলাদা কক্ষে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত