ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৮

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ব‌রিশা‌লের হিজলায় যৌতুক না পেয়ে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সাথে নির্দোষ প্রমাণিত হওয়ায় মনিরের বাবা ও ভাইকে বেকসুর খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মনির হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে নিহতের ভাই অ‌লি উ‌দ্দিন বাদী হয়ে ম‌নির, তার বাবা শফি রাঢ়ি, মা রা‌শিদা বেগম এবং ভাই না‌সির রাঢ়িকে আসামি করে মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ফয়জুল হক ফয়েজ জানান, যৌতুক দাবির ৫০ হাজার টাকা না দেয়ায় ২০১৩ সা‌লের ৬ জানুয়ারি নিজ বাড়িতে স্ত্রী মাকসুদাকে হত্যা করে মনির। পরদিন ৭ জানুয়ারি মামলা দায়ের করলে একই বছরের ১৯ মে ৪ আসামিকে দোষী করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব আলী।

মামলার বিচার কার্যক্রম চলাবস্থায় রা‌শিদা বেগমের মৃত্যু হয়। পরে ট্রাইব্যুনালে ১৪ জ‌নের সাক্ষ্য গ্রহণ শে‌ষে হত্যার দায় প্রমাণিত হওয়ায় মনিরকে মৃত্যুদণ্ড দেন বিচারক।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত