ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বিএসএফের গুলিতে নিহত, ৪ দিন পর লাশ ফেরত

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৪:৫৮

বিএসএফের গুলিতে নিহত, ৪ দিন পর লাশ ফেরত
প্রতীকী ছবি

বিএসএফের গুলিতে নিহতের ৪ দিন পর বাংলাদেশি যুবক ওমেদুল ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার সন্ধায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোষ্টের উভয় দেশের শূন্য রেখায় লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নং মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশি কয়েকজন গরু নিয়ে ফেরার পথে ভারতের মালুয়াপাড়া বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ওমেদুল ইসলাম মারা যায়। তার লাশের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বুধবার বিকালে ভারতের গেদে পুলিশ ও বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এবং বিজিবির কাছে হস্তান্তর করে।

চুয়াডাঙ্গা দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম ও দর্শনা বিজিবি ক্যাম্পের ইনচার্জ আব্দুল বারেক লাশ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামের বেশ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় ভারতের অভ্যন্তরে ৫৪ মালুয়াপাড়া বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে ওমেদুল ইসলাম মারা যায়। পরে লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত