ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

শাহজালালে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ২০:০৮  
আপডেট :
 ২৪ অক্টোবর ২০২০, ০৫:৪৮

শাহজালালে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ফাইল ছবি

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় আট কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির বলেন, ‘শুক্রবার সকালে গোপন সংবাদে জানতে পারি যে, মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে স্বর্ণের চালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকি।’

তিনি আরও বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি করে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়।’

অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন বলেন, ‘উদ্ধার করা সোনার দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। সোনা উদ্ধারের ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত