ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মধ্যরাতে অভিযান, জাল টাকাসহ স্বামী-স্ত্রী ধরা

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২০, ১৫:৪৪

মধ্যরাতে অভিযান, জাল টাকাসহ স্বামী-স্ত্রী ধরা

গাজীপুরের শ্রীপুরে ২ লাখ ৫০ হাজার পাঁচশ' টাকার জাল নোটসহ এক দম্পতিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মোখলেস সরকারের বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করা হয়। শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের শফি উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার স্ত্রী নিলুফা বেগম (২১)। তারা মোখলেস সরকারের বাড়িতে প্রায় এক বছর ধরে ভাড়া থাকেন। নিলুফা নোমান গ্রুপের স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোখলেস সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার পাঁচশ' টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে দুই বাণ্ডিলে এক হাজার টাকার ২০৫টি নোট এবং ৫০০ টাকার ৯১টি নোট রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত