প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, ০৬:০৭
ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের বৈঠক নাইজারে শুরু হচ্ছে আজ শুক্রবার। বাসস
|আরো খবর
বৈঠকে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মামলাটি এজেন্ডাগুলোর মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমিন এক বিবৃতিতে বলেন, কাউন্সিল অব ফরেন মিনিস্টারস (সিএফএম) রোহিঙ্গা মামলার জন্য তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করবে। এছাড়া মুসলিম বিশ্বের অন্যান্য বিষয় যেমন- ফিলিস্তিন, সহিংসতার বিরুদ্ধে লড়াই, চরমপন্থা ও সন্ত্রাসবাদ, ইসলামোফোবিয়া এবং ধর্মীয় মানহানির বিষয়ে আলোচনা করা হবে।
নাইজারের রাজধানী নিয়ামে ২৭ ও ২৮ নভেম্বর দুদিনব্যাপী ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম এ অধিবেশনের আয়োজন করেছে ওআইসির জেনারেল সেক্রেটারির দপ্তর।
আরো পড়ুন: ওআইসি’র নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এরদোয়ান
আরো পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ওআইসি
বাংলাদেশ জার্নাল/এমএম