ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ছোট ভাইয়ের জানাজার পর বড় ভাইয়ের মৃত্যু

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৪৩  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২০, ২৩:০৮

ছোট ভাইয়ের জানাজার পর বড় ভাইয়ের মৃত্যু
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সুলতানপুরে এক ভাইয়ের জানাজার নামাজ পড়তে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টানচড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মাহবুব মুন্সী (৫৫) টানচড় গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে। সুলতানপুর বড় মসজিদের মাঠে চাচাতো ভাইয়ের জানাজা ও তারপর দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

পরিবার সূত্র জানায়, আগেরদিন গ্রামের মৃত ফিরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে জানাজার নামাজে মাথা ঘুরে পড়ে যান মাহবুব।

পরে মুসুল্লিরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ সুফিউল্লাহ আরাফাত তাকে মৃত ঘোষণা করেন। একইদিনে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পঠিত