ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জাতীয় মানবাধিকার সোসাইটির পথসভা ও র‌্যালি

জাতীয় মানবাধিকার সোসাইটির পথসভা ও র‌্যালি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় মানবাধিকার সোসাইটির উদ্যোগে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম তামিজী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব, কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান কবি ও গবেষক প্রদীপ মিত্র, বাংলাদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ডা. সিরাজুল আলম ভুইয়া, আইন সম্পাদক এডভোকেট নাসরিন বেগম, ঢাবি ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান, সংগঠনের সহকারী মহাসচিব নাজনীন আক্তার বিউটি, আবুল বাশার বাদল, উপ সহকারী মহাসচিব বোরহান উল্লাহ রাকিব, স্বাস্থ্য সম্পাদক ডা. জান্নাতুল ফেরদৌসি মিনা, প্রচার সম্পাদক নাজমুল হাসান, নারীনেত্রী শাহিদা সুলতানা, সাইফুল ইসলাম প্রমুখ।

পথসভায় বক্তাগণ বলেন, মানবাধিকার দিবসে দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেনের প্রায় ৮ লাখ শিক্ষক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় অর্ধকোটি মানুষ অধিকার বঞ্চিত। যেহেতু সরকারি নির্দেশে এসকল স্কুল বন্ধ রয়েছে, সেহেতু সরকারেরই দায়িত্ব শিক্ষকদের বেতন দেয়া। তদুপরি অনেক শিক্ষক আত্মহত্যা করেছে। কেউ পেশা পরিবর্তন করছে। কেউ স্কুল বিক্রি করছে। হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা সফল রাষ্ট্রের লক্ষণ নয় বলে তারা উল্লেখ করেন। তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দের আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত