ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

যুব রেডক্রিসেন্ট করোনা যোদ্ধাদের সম্মাননা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২১, ১৪:৫১

যুব রেডক্রিসেন্ট করোনা যোদ্ধাদের সম্মাননা
ছবি: প্রতিনিধি

করোনার থাবায় বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে, চারদিকে আতঙ্ক-মৃত্যু ভয়। তখন সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা জীবন বাজি রেখে করোনা মোকাবেলায় মাঠে নেমে জীবাণুনাশক স্প্রে প্রদান, সচেতনতা মূলক লিফলেট, সাবান-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

জনসচেতনতার জন্য হ্যান্ড মাইকিং, জনসাধারণের হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন, ত্রাণ সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, মসজিদ-মন্দিরে জীবাণু নাশক স্প্রে প্রদানের পাশাপাশি নানামুখী কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

এসব কার্যক্রমের স্বীকৃত সরূপ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর কর্তৃক করেনা মোকাবিলায় কোভিড-১৯ প্রতিরোধে কোভিড-১৯ রেসপন্স টিমের অদম্য যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক-কোর্ট পিন ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইউনিট কার্যালয়ে প্রশিক্ষক ফজলুল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক উপ-যুব প্রধান প্রসন্ন দাস, প্রশিক্ষক তানভীর রশিদ, প্রশিক্ষক সায়মন ওবায়েদ শাকিল, ফাহিম মুনতাসির, আমিনুল ইসলাম, আফরিন ফাতেমা জুই, ইসরাত জাহান, জুবায়ের আহমেদ, শোয়েব আহমেদ শিশির, সাইফুল ইসলাম, সাজিম উদ্দিন প্রমুখ।

উপ যুব প্রধান প্রসন্ন দাস ও সায়মন ওবায়েদ শাকিল, আমিনুল ইসলাম বলেন, কোভিড-১৯ প্রতিরোধে করোনা যোদ্ধাদের অবদান ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে। ভালো কাজের অনুপ্রেরণায় এই স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক আমাদের ভবিষ্যৎ আর্তমানবতার কাজকে উৎসাহিত করবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত