ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ফের পেছালো

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২১, ১৮:৩৬  
আপডেট :
 ০৬ জানুয়ারি ২০২১, ১৯:২৩

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ফের পেছালো
ছবি: সংগৃহীত

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন তাদের সঠিকতা যাছাই বাছাইয়ের তারিখ আবার পরিবর্তন হয়েছে। এ নিয়ে দুইবার তারিখ পরিবর্তন করা হল। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ৯ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হবে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামুকা’র ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষে যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের এদিন সকাল ১০টায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে/মহানগরের ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্য এবং তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে (www.jamuka.gov.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত