প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৯
সড়কে নিহত বাবা-মা, জানে না ৩ বছরের আফরা
আফরা, বয়স সবে মাত্র তিন বছর। অথচ নিয়তি কী নিষ্ঠুর, সোমবার সকালেই বাবা-মা হারিয়েছে শিশুটি। কষ্ট বোঝার বয়স এখনো হয়নি, অথচ পাহাড়সম কষ্ট বইতে হবে তাকে। প্রতিদিনকার মতো সকাল সাড়ে সাতটায় অফিসের উদ্দেশে বের হন তার পিতামাতা, আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫) দম্পতি। বিমানবন্দর সড়কে দ্রুত গতির বাস চাপা দেয় তাদের মোটরসাইকেলকে। ঘটনাস্থলেই মারা যান দু’জন।
|আরো খবর
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী বলেন, আকাশ-মিতুর মৃত্যুর সংবাদ দক্ষিণখানের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষ দেখার স্মৃতি স্মরণ করে চলে বিলাপ-আহাজারি।
ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানেও স্বজনদের বিলাপ। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। ঘাতক আজমেরি পরিবহনের বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।
বাংলাদেশ জার্নাল/এনএইচ