প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ০৪:১১
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহতরা হলেন ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) এবং মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে ওই তিন যুবক দিনাজপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা এবং বিরল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন- কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম
যুক্তরাজ্যফেরত সেই ২৮ যাত্রীর ২৫ জনের করোনা নেগেটিভ
বাংলাদেশ জার্নাল/আর