ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

নুরের বিচার দাবিতে আন্দোলনে শিক্ষকরা

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২১, ১২:১৯

নুরের বিচার দাবিতে আন্দোলনে শিক্ষকরা
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিচার দাবিতে এবার আন্দোলনে নেমেছে তার নিজ এলাকার মানুষজন, মাদ্রাসের শিক্ষক এবং মসজিদের মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পটুয়াখালির দশমিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

জানা গেছে, নুরের বড় বোন মিনারা বেগমের (মিনি) শ্বশুরের মামলায় আউলিয়াপুর মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিব হাওলাদার গ্রেপ্তার হন। তাকে গ্রেপ্তারে নুরের সংশ্লিষ্টতা রয়েছে বলে ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ। সেজন্য তারা নুরের শাস্তি চেয়ে মানববন্ধন করেন।

এ ব্যাপারে নুরুল হক নুর বলেন, একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমার বোনের স্বামী-শ্বশুরের সঙ্গে তাদের আত্মীয়স্বজনের জমিজমা নিয়ে বিরোধে মামলা হয়েছে। সেখানে আমি কোনোভাবেই জড়িত নই।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, মামলা তার নিজস্ব গতিতে চলবে, এখানে কারও প্রভাবে কাজ হবে না।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত