ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ভালো লাগছে

  মোস্তাফিজুর রহমান

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১৫:২৬  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২১, ১৬:০৫

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ভালো লাগছে
ঢাকা মেডিকেল কলেজে বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে। ছবি নিজস্ব

ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত করোনাভাইরাসের টিকা কেন্দ্রে বসে ছিলেন ড. আশফাকুস সালেহীন। তিনি শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী রশিদা খাতুন সেলি। ততক্ষণে তারা দুজনেই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী এই যুগল বাংলাদেশ জার্নালকে জানালেন, ‘ প্রথমবারে টিকা নিয়ে কিছুটা খারাপ লাগলেও দ্বিতীয় ডোজ নিয়ে ভালো লাগছে।’

ড. আশফাকুস সালেহীন বলেন, ‘প্রথমবারে যখন টিকা নিয়েছিলাম তখন দুই-তিন দিন জ্বর, মাথা ব্যথাসহ শরীর ব্যাথার মতো প্রতিক্রিয়া হয়েছিল। কিন্তু আজ দ্বিতীয় ডোজ নেয়ার পর ভালো লাগছে।’

তার সহধর্মিনী সেলিও জানালেন একই রকম প্রতিক্রিয়া। বললেন, ‘কোনো রকম খারাপ লাগছে না। মনেই হচ্ছে না টিকা নিয়েছি। তবে প্রথম ডোজে কিছুটা প্রতিক্রিয়া অনুভূত হয়েছিল।’

একই কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিথিলাও করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘প্রথমবার শারীরিক কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এমন অনেকেরই হয়েছিল জেনেছি। কিন্তু আজ দ্বিতীয় ডোজ নেয়ার পর এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া অনুভব করিনি।’

ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ডা. তাসবীরুল হাসান জিহাদ বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আমিও কিছুক্ষণ আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। একদম স্বাভাবিক লাগছে।’

ঢাকা মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা অব্দি দুই শতাধিক চিকিৎসকসহ চার শতাধিক জনকে করোনার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে বলে বাংলাদেশ জার্নালকে জানান কেন্দ্রের সমন্বয়ক ডা. গোলাম রাব্বানী। আরেক সমন্বয়ক ডা. তাসনিনা জানান, এই কেন্দ্রে আজ বৃহস্পতিবার ৫০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হবে।

জানতে চাওয়া হলে কেন্দ্রের সমন্বয়করা বলেন, এখন অব্দি কেউ টিকা নেয়ার পর তাদের কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে কেউ জানাননি বা তেমন কিছু লক্ষ্যও করেননি। সবাই স্বতঃস্ফূর্ত টিকা নিচ্ছেন এবং চলে যাচ্ছেন। অনেকেই স্বাভাবিক লাগছে বলেও তাদের জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বরতরা।

টিকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া এমনই হওয়ার কথা।’

তিনি আরো বলেন, ‘করোনার এই টিকা নেয়ার পর তেমন কোনো প্রতিক্রিয়া হওয়ার কথা না। এটা অনেক ভালো টিকা। প্রথমবার নেয়ার পর কারো কারো জ্বর, শরীরে ব্যথা, বমিভাবের মতো সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এটা কোনো গুরুতর বিষয় নয়। তবে প্রথমবার টিকা দেয়ার পর যাদের গুরুত্বর প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের টিকা দেয়া হবে না। এটা সংখ্যা মিলিয়নের একজনের হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজসহ বৃহস্পতিবার থেকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে প্রথম ডোজের কার্যাক্রমও। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়া অনেকের সঙ্গে কথা বলে বাংলাদেশ জার্নাল। তাদের সবারই প্রতিক্রিয়া একই রকম।

তারা সবাই প্রথম ডোজ নেয়ার পর টিকার ব্যাপারে কেউ কোনো রকম অনাগ্রহী না হওয়ারও আহ্বান রাখেন।

আরো পড়ুন

দুই ডোজ টিকা গ্রহীতারা পাবেন ভ্যাকসিন পাসপোর্ট

টিকার দ্বিতীয় ডোজ নিলেন ডা. জাফরুল্লাহ

এবার দেশ ভ্রমণে লাগবে ‘ভ্যাকসিন পাসপোর্ট’

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত