ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

দৌলতপুর সীমান্তে সৎভাইকে গলা কেটে হত্যা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১২:১২

দৌলতপুর সীমান্তে সৎভাইকে গলা কেটে হত্যা
ছবি- প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সৎভাইকে গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত ফামিদ হোসেন (৪০) জামালপুর গ্রামের আবদুস সাত্তার ওরফে নান্দু মণ্ডলের ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসাসংক্রান্ত ঝামেলা ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারি হিসেবে পরিচিত ফামিদ হোসেন। আজ সকালে নিজ বাড়ির পাশে এনামুলের দোকানে বসে চান পান করছিলেন তিনি। এসময় পেছন থেকে সৎভাই মিলন ধারাল হাসুয়া দিয়ে ফামিদের গলায় কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মৃত্যু নিশ্চিত করে মিলন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফামিদের লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করেছে সৎভাই মিলন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মিলনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ফামিদ হত্যা মামলায় ভারতে ১৪ বছর কারাভোগের পর ২০১৯ সালে দেশে ফিরে আবারও মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে। এ নিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসি অতিষ্ঠ ছিল।

আরও পড়ুন- লাখাইয়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত