ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৮:১৩

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় ফুলবানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পার্শবর্তী গ্যাং কোয়াটারের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ফুলবানু চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্ত এবং শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

নিহত ফুলবানুর স্বজনরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেটে জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসছিলেন। তিনি আনসারবাড়ীয়া রেল স্টেশনের পার্শবর্তী গ্যাং কোয়াটারের কাছে পৌঁছলে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলবানুর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনার পর বেলা ১২টার দিকে স্বজনরা ফুলবানুর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু জানান, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর সংবাদ শুনেছি। যেহেতু ওই নারীর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে, এ কারণে রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত