ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ০১:৫৫

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জেলার সদর উপজেলার জমভিটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হৃদয় ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

সূত্রমতে, জমভিটা এলাকায় নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির বরেদ্র সেচ পাম্পের ওপরে থাকা ট্রান্সফর্মারে হঠাৎ করে শব্দ হলে স্থানীয় লোকজন সেখানে দেখতে যায়। এ সময় বিদ্যুতের তারে সংযোগ থাকায় হৃদয় নামের ওই শিশুটি আটকে যায়।

পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করতে বললে লাইন বন্ধ হলে পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহম্মেদ শিশু হৃদয়কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মুঠোফোন রিসিভ করেননি তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত