ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মুন্সীগঞ্জে ৭১ শতাংশ রেলওয়ের কাজ সম্পন্ন

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮

মুন্সীগঞ্জে ৭১ শতাংশ রেলওয়ের  কাজ সম্পন্ন
রেলওয়ের কাজ পরিদর্শন করছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, ছবি: প্রতিনিধি।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত ৭১ শতাংশ রেলওয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে আমাদের পরিকল্পনা রয়েছে পদ্মাসেতুর সড়ক যোগাযোগের সাথেই রেল পথ খুলে দেয়া।

কোনো কারণে সেটা বিলম্ব হলে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্ভর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। তবে সেতুর সাথে সংযুক্ত সকল কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রেল যোগে মুন্সীগঞ্জ প্রান্তের লৌহজংয়ের কাজীর পাগলা থেকে পদ্মা সেতু পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত