ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রামেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫

রামেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত নারীর বাড়ি নওগাঁয়। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তির পর করোনা নমুনা সংগ্রহের আগেই তার মৃত্যু হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৩ জন।

পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৮১টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যপরিচালক অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিভাগে টিকা নিয়েছে ৬৬ হাজার ৫৩৩ জন। এর মধ্যে অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৭ জন। যার মধ্যে ১০ জন পুরুষ, নারী ৭ জন।

দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ জন। পুরুষ ২ জন ও নারী কেউ টিকা নেয়নি। সিনোফার্মার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৭ হাজার ৭২০ জন। পুরুষ ১৮ হাজার ৯৪১ জন ও নারী ১৮ হাজার ৭৭৯ জন।

দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৮ হাজার ৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৭৮০ জন, নারী ১৩ হাজার ৮১৬ জন। মর্ডানার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯৮ জন। তাদের মধ্যে পুরুষ ১১১ জন, নারী ৮৭ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত