ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

হিলিকে মাদক মুক্ত করার অঙ্গিকার

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬

হিলিকে মাদক মুক্ত করার অঙ্গিকার
সাংবাদিকদের সাথে হাকিমপুর থানার ওসির মতবিনিময়। ছবি: প্রতিনিধি।

ভারতীয় সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) থানাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছে নবাগত ওসি খায়রুল বাসার শামীম। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার তাই তিনি করতে চান। এবং মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা উন্নয়নে তিনি সব মহলের সহযোগিতা কামনা করেছেন।

শনিবার রাতে থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত