ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে ৪

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ২০:৫১

পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে ৪
ছবি: প্রতিনিধি

ঠাকুরাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় বিজিবির গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

সোমবার ভোরে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাঝারুল (৪০) ও এইচএসসি পরীক্ষার্থী আদিত্য রায় (১৭) এবং সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম মারা যান। এর আগে রোববার রাতে শাহপলি (২৭) নামে একজন ঘটনাস্থলেই মারা যান।

রহিমা বেগমের স্বামী আব্দুল বাকী জানান, ‘তার স্ত্রী কৌতুহলবশত ভোট কেন্দ্রের সামনে যায়। এ সময় গুলি চললে আহত হন রহিমা। পরে তাকে রংপুর মেডিকেলে নেয়ার পর তিনি মারা যান।’

মাঝারুলের চাচা আজমল বলেন, মাঝারুলের শরীরে গুলিবিদ্ধ হওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় আমরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করি। সঙ্গে সঙ্গেই অবস্থার অবনতি দেখে তাকে নিয়ে রংপুর মেডিকেলে রওয়ানা হই। কিন্তু পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আদিত্য রায়ের চাচাতো ভাই রতিকান্ত রায় বলেন, আমার ভাই এইচএসসি পরীক্ষার্থী। ভাই সেখানে সংহিতায় অংশ নিতে যায়নি। ভোটের উৎসবে অংশ হতে কেন্দ্রের পাশে গিয়েছিল। কিন্তু তাকে লাশ হয়ে ফিরতে হলো।

আরও পড়ুন: পীরগঞ্জে ভোট কেন্দ্রে গুলি: মৃতের সংখ্যা বেড়ে তিন, আহত ৫

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। নিজেদেরই হামলার স্বীকার হতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে।

এছাড়া আহত আরও তিনজন মারা গেছে। চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৪

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত