ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ২০:৪৯

ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় দৌলতপুর থানায় দায়ের করা ইমারুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় সাইদুর রহমান (৬০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার বেলা ৩টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মকলেছ আলীর ছেলে। মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি ওমর আলী ও মনোয়ারা খাতুনকে বেকসুর দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ আগস্ট দুপুরে ভুষিমালের ব্যবসায়ী ইমারুল ইসলাম তার পাওনা টাকা চান সাইদুর রহমানের কাছে। এ সময় সাইদুর রহমান ক্ষিপ্ত হয়ে ইমারুলের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ৯ দিন পর রাজশাহী মেডিকেল রেফার্ড করলে পথে মারা যায় ইমারুল। পরে নিহত ইমারুলের স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় ৩ জনের নামে হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৭ নভেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আজ ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি সাইদুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত