ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগে গণঅবস্থান

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:০৩

শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগে গণঅবস্থান
ছবি: প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে যৌথভাবে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

বুধবার দুপুর ১টায় রাজধানীর শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা আজ সকালে তাদের ১৬২ ঘণ্টার অনশন ভাঙলেও ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। এ আন্দোলনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল, শিক্ষক-ভিসি নিয়োগে যে সকল অনিয়ম হয় সেগুলোকে সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করে দেয়ার সরকারি কৌশলকে তারা ব্যর্থ করে দিয়েছে। তাদের সাথে সংহতি জানিয়েই আজকে আমাদের এই অবস্থান।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘শাবিপ্রবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজকের আমাদের অবস্থান কর্মসূচিতে শিক্ষক, ‌অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। তারপরও যদি ভিসি অপসারণ না হয়, আমরা লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করব।’

এই কর্মসূচির সাথে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আর্কিটেকচার সাস্ট এলামনাই এ্যাসোসিয়েশন (আশা)’ একাত্মতা পোষণ করে শাহবাগে অবস্থান নেয়।

নেতৃবৃন্দরা জানান, সন্ধ্যা ৬ টা পর্যন্ত তারা তাদের এই ‌গণ অবস্থান কর্মসূচি জারি রাখবেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত