ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

নকল স্বর্ণের মূর্তিসহ দুই প্রতারক গ্রেপ্তার

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৪:৪৯

নকল স্বর্ণের মূর্তিসহ দুই প্রতারক গ্রেপ্তার
ছবি- প্রতিনিধি

বগুড়ার কাহালুতে নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সাবানপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাবানপুর গ্রামের ফরিদা পারভীন (৩৫) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনেরপুটুল গ্রামের আব্দল জব্বার (৫৫)।

বুধবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, উপজেলার মালা ইউনিয়নের সাবানপুর গ্রামে নকল স্বর্ণের মূর্তি নিয়ে প্রতারণা করছে একটি প্রতারক চক্র এমন গোপন সংবাদে র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে ফরিদার বাড়িতে একটি মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আব্দুল জব্বার ও ফরিদাকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদা ও জব্বার দুজনেই স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত