ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৭:২২

গোপালগঞ্জে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক শেখ নুরুল ইসলাম খান হত্যা মামলায় আব্দুল হান্নান শেখ নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমিজমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সাথে আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল। গত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান।

এ ঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা দেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত