ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির বৈঠক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৮  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির বৈঠক
থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির বৈঠক। ছবি: নিজস্ব।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন সাব-কমিটির আহবায়ক লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এবং আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

বৈঠকে সাব-কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার এমপি (মহিলা আসন-২৮) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সাব-কমিটির আহবায়ক লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এবং আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

উল্লেখ্য যে থার্ড টার্মিনাল নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার এবং অনিয়ম তদন্তে গত জুলাই মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরি বৈঠকে সাব-কমিটি গঠন করা হয়। এটিই সাব-কমিটির প্রথম বৈঠক।

আরও পড়ুন: শাহজালালে তৃতীয় টার্মিনাল: অনিয়ম তদন্তে সংসদীয় সাব-কমিটির বৈঠক ২২ সেপ্টেম্বর

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত