ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত

বিশেষ ফ্লাইটে নেপালের পথে স্বজনরা

বিশেষ ফ্লাইটে নেপালের পথে স্বজনরা

নেপালে প্লেন দুর্ঘটনায় আক্রান্ত বিমান যাত্রীদের স্বজনদের নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার সকাল ৯টা ২মিনিটে তাদের বহনকারী ইউএস-বাংলার ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায় বলে জানিয়েছে ইউএস-বাংলা। ফ্লাইটটিতে ৪৬ জন স্বজন ও ইউএস বাংলার ৭ জন কর্মকর্তা রয়েছেন।

ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এতে ৪৬ জন স্বজন ও ৭ জন কর্মকর্তা রয়েছেন। দুর্ঘটনায় আক্রান্ত স্বজনদের গতকাল খুদে বার্তা দিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

সোমবার দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন।

এতে ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দপ্তর। উদ্ধার করা হয়েছে ১৯ আরোহীকে। তবে মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিমানের পাইলট আবিদ সুলতান। তার মৃত্যুতে নিহতের সংখ্যা ৫০য়ে গিয়ে দাঁড়াল।

এমএ/

আরও পড়ুন :

বিমান দুর্ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বিমান বিধ্বস্ত : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রুয়েট শিক্ষিকা

  • সর্বশেষ
  • পঠিত