ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলিবিদ্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ২২:৩৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে কমিশনার গলিতে মাদক ব্যবসায়ীদের গুলিতে রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল আমিন (৩৫) আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আল আমিন রামপুরা টিভি ভবনের পেছনের কমিশনার গলির নুরুল হক মিয়ার ছেলে।

আহতের ভাই মো. রাইহান জানান, আমার ভাই মো. আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমাদের এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরতে গেলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় আমার ভাই এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরতে গেলে গুলি করে তারা পালিয়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক ব্যবসায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত