ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে ইডেন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২২:২৭  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০

রাজধানীতে ইডেন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বর্ষা আক্তার বিথী। ছবি: সংগৃহীত

রাজধানীতে বর্ষা আক্তার বিথী (২৪) নামে ইডেন কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেমিকার সাথে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ঘরের গ্রিলের সাথে ঝুলে আত্মহত্যা করেছের তিনি।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ২৬৫/২ পুর্ব রামপুরা হাইস্কুল গলির একটি বাসায় এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোয়া সাতটা নাগাদ মৃত ঘোষণা করেন।

বিথী ইডেন কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। বর্তমানে রামপুরায় খালার বাসায় থাকতেন বিথী।

এ বিষয়ে রামপুরা থানার উপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের বাড়ি থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি ওই নারীটি ইডেন কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। তার প্রেমিকের সাথে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ঘরের গ্রিলের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তার খালা ঝুলন্ত অবস্থা থেকে ওই নারীকে নামিয়ে আমাদেরকে খবর দেয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আবু তারেক।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত