ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

এটিএম বুথে খুনের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৩:০৬  
আপডেট :
 ২৩ মে ২০১৮, ১৩:১৩

এটিএম বুথে খুনের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

ঢাকা সেনানিবাস এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তারক্ষী শেখ তৌহিদুল ইসলাম নুরুন্নবী হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১ এর একটি দল। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান।

এদিকে ক্ষুদে বার্তায় র‌্যাব জানায়, এটিএম বুথের নিরাপত্তারক্ষী হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তারের বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত সোমবার সকালে ঢাকা সেনানিবাস পোস্ট অফিসের পাশের ইবিএল বুথে নিরাপত্তাকর্মী নুরুন্নবীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এটিএম বুথ থেকে কোনো টাকা চুরি না হওয়ায় পুলিশ ধারণা করছে এটা কোনো টার্গেট কিলিং। ওই ঘটনায় সোমবার রাতেই নিহত নুরুন্নবীর বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে হত্যাকারী ‘অজ্ঞাত’ উল্লেখ করা হয়।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত