ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আমরা বঙ্গবন্ধু ভবন করতে চাই: মমতা

আমরা বঙ্গবন্ধু ভবন করতে চাই: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধু ভবন করতে চাই’। কলকাতায় বিশ্বভারতী বাংলাদেশ ভবন উদ্বোধনের পর এক বক্তব্যে তিনি একথা বলেন।

মমতা বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক শুরু হয়েছে। এই বন্ধুত্ব কখনো শেষ হবে না। ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক পদ্মা মেঘনা যমুনার মতো, অবিরল অবিচল। এই সম্পর্ক অনেকদূর গড়াবে।

তিনি আরো বলেন, ‘এই ভবনটা একসময় তীর্থস্থানে পরিণত হবে। দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করবে বিশ্বভারতী কাজ করেছে। আমরা ভবিষ্যতে বঙ্গবন্ধু ভবন করতে চাই।’ তিনি বাংলাদেশ ও ভারতের সবাইকে রমজান ও ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে কলকাতায় বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে এক মঞ্চে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবর্তনের পর বাংলাদেশ ভবনের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৫ মে) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • পঠিত