ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটিতে হেডম্যানদের মানববন্ধন

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০১৮, ১৭:৪৯

সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটিতে হেডম্যানদের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনার কাজে দায়িত্ব পালনরত হেডম্যানদের (মৌজা প্রধান) নিয়োগ স্থায়ী ও রাজস্বভূক্ত বদলী, পদায়ন সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে হেডম্যান অ্যাসোসিয়েশন।

রোববার সকাল ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলা থেকে হেডম্যানরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন হেডম্যান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক কেরল চাকমা ও সহ-সভাপতি থোয়াই অং মারমা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের হেডম্যানদের (মৌজা প্রধান) নিয়োগ স্থায়ী ও রাজস্বভূক্ত বদলী,পদায়ন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন।

এইচসি/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত