ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

  ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪  
আপডেট :
 ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৯

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো আলামিন হোসেন (২২) নামে এক যুবকের। বুধবার সকাল ৯টার দিকে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলামিন ঈশ্বরদীর বাঘইল গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় ট্রাক মিস্ত্রির কাজ করতেন।

পারিবারিক সুত্র জানায়, বন্ধুর বিয়ে উপলক্ষে ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে আসছিল। লালমনি এক্সপ্রেস ট্রেনটির ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতিতে থামার আগেই ট্রেন থেকে নামার চেষ্টা করেন আলামিন। এ সময় ট্রেনের চাকায় পা কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোলার শহিদুল ইসলাম প্রিন্স দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের চেয়ে ৫ ঘন্টা দেরীতে চলছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতিতে থামার আগেই নামার চেষ্টা করেন। এমন সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত