ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পদ্মায় ভাঙন রোধে ১০৭৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৫

পদ্মায় ভাঙন রোধে ১০৭৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডকে এক হাজার ৭৭ কোটি টাকার একটি কাজ দেয়ার প্রস্তাব বুধবার অনুমোদন করেছেন নদী ভাঙন থেকে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী এএমএ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয় উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদন করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, প্রস্তাব অনুযায়ী খুলনা শিপইয়ার্ড শরিয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মার ৮ দশমিক ৯০ কিলোমিটার তীর রক্ষার পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের কাজের মধ্যে রয়েছে ৯ দশমিক ৭৫ কিলোমিটার ড্রেজিং, ০ দশমিক ০৮৯ কিলোমিটার ইন্ড টার্মিনেশন এবং আটটি আরসিসি পাকা ফেরি ঘাট নির্মাণ।

গত তিন মাসে শরিয়তপুরের দুটি উপজেলার হাজার হাজার পরিবার পদ্মার ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়ার মাঝে মন্ত্রিসভা কমিটি এই প্রকল্প অনুমোদন করল।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত