ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

লোকালয়ে অজগর

  ​চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৩

লোকালয়ে অজগর

চট্টগ্রামে ক্ষুধা মেটাতে একটি ছোট অজগর সাপ লোকালয়ে ঢুকে পড়েছিল। বিলের মাঝে এক গৃহস্থের হাঁস মেরে সাবাড়ও করে। কিন্তু বাগড়া মেরে বসে কয়েকজন যুবক। তারা জীবন্ত সাপটি ধরে খেলা দেখাতে শুরু করে। লোকারণ্য হয়ে যায় চারপাশ থেকে আসা মানুষে।

শনিবার দুপুরে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা আবদুল কাদেরের বাড়ির পাশের বিল থেকে সাপটি আটক করে সোহেল, কাইছার, জাবেদ, সাহেদ, বেলাল, মানিক ও জোবাইর।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া কিশোরদের লোক মারফত জানান, সাপটি মারলে সাজা পেতে হবে। হয় চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দিতে হবে নয়তো উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তা-ও সম্ভব না হলে জঙ্গলে ছেড়ে দিতে হবে।

ভূপেশ বড়ুয়া বলেন, সাপটি এখনো বাচ্চা। তবে বেশ হৃষ্টপুষ্ট। ৫-৬ হাত লম্বা। যুবক-কিশোররা সাপের সঙ্গে সেলফি তোলার পর জঙ্গলে ছেড়ে দিয়েছে।

তিনি জানান, পাহাড়ি এলাকায় নির্বিচারে জঙ্গল ধ্বংসের কারণে অজগর সাপের খাবারের সংকট হওয়ায় ইদানীং লোকালয়ে গৃহস্থ বাড়ির মুরগি-হাঁসের ওপর হামলা করছে।

  • সর্বশেষ
  • পঠিত