ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মনোনয়ন ফরম নিলেন মৌলভীবাজারের ৩ উপজেলা চেয়াম্যান

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৫৬

মনোনয়ন ফরম নিলেন মৌলভীবাজারের ৩ উপজেলা চেয়াম্যান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মৌলভীবাজার জেলার ৩ উপজেলা চেয়ারম্যান। ৩ জনের মধ্যে একজন বয়সে তরুণ হলেও বাকী দুজন বেশ সিনিয়র।

এরা হলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার ধর, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

ক্ষমতাসীন দল আ.লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন (৯ নভেম্বর) সংগ্রহ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। দ্বিতীয় দিন (১০ নভেম্বর) মনোনয়ন সংগ্রহ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার ধর। আর শেষ দিন (১১ নভেম্বর) মনোনয়ন সংগ্রহ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

নিজের সমর্থকদের সাথে নিয়ে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে থেকে ফরম সংগ্রহ করেন তারা।

মৌলভীবাজার-৪ আসনের বিপরীতে একাই নির্বাচনী এলাকার অন্তর্গত পাশাপাশি দুটি উপজেলা শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এ আসনে বর্তমান এমপি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ।

অন্যদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের হয়ে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। মনোনয়ন সংগ্রহের পর নিজেদের অভিমত ব্যক্ত করেন এ তিন উপজেলা চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • পঠিত